ইউক্রেনের মারিওপোলে প্রসূতি হাসপাতালে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মারিওপোলের ডেপুটি মেয়র এ তথ্য জানান। খবর বিবিসির।
তিনি বলেন, তিনজনের মধ্যে এক শিশুও রয়েছে।
এ ছাড়া এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন অন্তঃস্বত্তাও রয়েছেন।
অবরুদ্ধ শহর মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ বলেন, আমি মোটামুটি নিশ্চিত, তারা এ অবকাঠামো সম্পর্কে অবগত। এ শহরে ধ্বংস করে দেওয়া তৃতীয় হাসপাতাল এটি।
তিনি আরও বলেন, এর আগে একটি ৩০০ শয্যার করোনা হাসপাতাল ও একটি রক্ত সংগ্রহ কেন্দ্র গোলাবর্ষণের কারণে ধ্বংস হয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ১৮টি ভিন্ন হামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।
বুধবার মারিওপোলের ওই হাসপাতাল হামলা চালায় রাশিয়া।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকা বেশ কয়েকদিন ধরে ঘিরে রেখেছে রুশ সেনারা। মাঝেমধ্যেই শহরে হামলা চালানো হচ্ছে।
তবে মারিওপোলের শিশু হাসপাতালে রাশিয়ার হামলা চালানোর খবরটি ‘ভুয়া’ হিসেবে অভিহিত করেছে মস্কো।
জাতিসংঘে রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়নস্কির দাবি, মারিওপোলে শিশু হাসপাতালে হামলা চালানোর সংবাদটি ‘ফেক নিউজ’। এটি আগে প্রসূতিদের হাসপাতাল ছিল। যা পরে সেনারা দখল নেয়।